দুই মাসের জন্য পাসপোর্ট পেলেন সম্রাট, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১২:৫১| আপডেট : ০১ জুন ২০২৩, ১৩:৫০
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পাসপোর্ট দুই মাসের জন্য তার জিম্মায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিন সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৬ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। একই সঙ্গে সম্রাট বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন>>ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, ‘দানকর’ দিতে হবে ১২ কোটি

আরও পড়ুন>>তারেক-জোবায়দার মামলার শুনানি: দ্বিতীয় দিনেও হট্টগোল আইনজীবীদের​

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আমরা এখনো সংগ্রহ করতে পারিনি। এজন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাইলে আদালত স্বল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যে কোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার মৌখিক আদেশ দিয়েছেন আদালত।’

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

(ঢাকাটাইমস/০১জুন/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা