টাইব্রেকারে রোমাকে হারিয়ে সপ্তম শিরোপা সেভিয়ার

এক গোলে এগিয়ে থাকা রোমা দ্বিতীয়ার্ধে খেয়ে বসে আত্মঘাতী গোল। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়েও আসেনি ফলাফল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ইউরোপা কিং সেভিয়ার কাছে হেরেছে ৪-১ গোল ব্যবধানে। তাতেই সপ্তম শিরোপা নিশ্চিত করে ফেলে স্প্যানিশ ক্লাবটি।
এর মাধ্যমে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে না হারার রেকর্ডটি অক্ষুণ্ন রাখল সেভিয়া। আর অন্য যেকোনো দলের ডাবলের চেয়ে বেশি শিরোপা জেতারও নজির স্থান করল ক্লাবটি। ইউরোপা লিগে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে শিরোপা জিতেছে আছে ইন্টার মিলান, লিভারপুল, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বল দখলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সেভিয়া। কিন্তু আক্রমণে দুদল খেলেছে সমানতালে। পুরো ম্যাচের ৬৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে সেভিয়া। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিতে পেরেছে তিনটি। এতে গোল এসেছে কেবল একটি।
অন্যদিকে পুরো ম্যাচে কেবল ৩৩ শতাংশ সময় নিজেদের কাছে বল ধরে রাখতে পেরেছে রোমার ফুটবলাররা। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বল ধার দেখিয়েছে রোমার ফুটবলাররা। সেভিয়ার গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি।
এদিন ম্যাচের শুরু থেকেই সেভিয়া গোছানো ফুটবল খেললেও প্রথম গোল পায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের ৩৪তম মিনিটে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার করা গোলে এগিয়ে যায় হোসে মরিনহোরর শিষ্যরা। প্রথমার্ধে আর গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোমা।
দ্বিতীয়ার্ধে কপাল পুড়ে রোমার। ম্যাচের ৫৫তম মিনিটে আত্মঘাত্মী গোল দিয়ে বসে মানচিনি। এরপর শেষ পর্যন্ত আর গোল না হলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও কোনো গোল আসেনি। ফলে টাইব্রেকারে নির্ধারণ হয় ফলাফল।
টাইব্রেকারে প্রথম শটে দুদল গোল পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শটে সেভিয়া গোল নিশ্চিত করলেও তা পারেনি রোমার। ফলে চতুর্থ শট থেকে গোল নিশ্চিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্প্যানিশ ক্লাবটি। আর টাইব্রেকার ভাগ্যে হেরে শিরোপা বঞ্চিত হয় রোমা।
(ঢাকাটাইমস/০১জুন/২০২৩)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

বিশ্বকাপের দুটি মাসকটের নাম প্রকাশ করল আইসিসি

প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক নিয়ে উত্তাপ ছড়ালেন স্টার্ক

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

আরও কিছুদিন বিশ্রাম দরকার মার্টিনেজের

রোনালদোর গোলে আল নাসরের জয়

রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

লঙ্কানদের পাত্তাই দিল না টাইগাররা

জয়ের পথে বাংলাদেশ
