লা লিগা: সেভিয়াকে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭
অ- অ+

প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে জয় নিয়ে মাঠ ছাড়াকে যেনো নিয়মে পরিণত করে ফেলেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের এক ঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হলো বার্সেলোনা। তার আগেই অবশ্য ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল আর্নে স্লটের দল। শেষদিকে করলো আরও এক গোল।

রবিবার রাতে জিতেছে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হান্সি ফ্লিকের দল। লেভানদোস্কি, রাফিনিয়ার পর গোল পেয়েছেন বদলি নামা ফেরমিন লোপেজ ও এরিক গার্সিয়া। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা।

এদিন ম্যাচের শুরুতেই দুই দল একটি করে গোল দেয়। সপ্তম মিনিটে রাফিনিয়ার ক্রসে ইনিগো মার্তিনেসের হেড পাস পেয়ে বল জালে পাঠান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে সাউল নিগোয়েজের পাস পেয়ে গোল করেন ভার্গাস। প্রথমার্ধ এক গোলের সমতাতেই শেষ হয়।

দ্বিতীয় হাফে গাভির বদলি হিসেবে নামা ফের্মিন লোপেজ গোল আদায় করে নেন ৪৬তম মিনিটেই। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। কুবার্সির পাস পেয়ে বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৬২তম মিনিটে ১০ জনে পরিণত হয় বার্সা। সেভিয়ার জিব্রিলকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্মিন লোপেজ। আধ ঘণ্টার বেশি সময় পেয়েও ১০ জনের বার্সেলোনাকে কোনো গোল দিতে পারেনি সেভিয়া। উল্টো ৮৯তম মিনিটে আরও এক গোল হজম করে স্বাগতিকরা। বার্সার চতুর্থ গোলটি করেন এরিক গার্সিয়া।

২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ দুইয়ে, ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ চূড়ায় আছে। আর নবম হারের তেতো স্বাদ পাওয়া সেভিয়া ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে ভরি ১৫৩৪৭৫ টাকা
শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চাইবে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা