মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুন ২০২৩, ১৫:২৫ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৫:১২

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পূর্বে ইউক্রেনের প্রতিবেশী মলদোভায় অনুষ্ঠিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের যোগদানের বিষয়ে চাপ দিয়েছেন। খবর রয়টার্সের।

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমা ফাইটার জেটের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তার সরকার ভবিষ্যতে ইউক্রেনীয় শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন।

ইউক্রেনীয় ভূখণ্ড থেকে মাত্র ২০ কিমি (১২ মাইল) দূরে এবং রুশ সমর্থিত বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সডনিস্ট্রিয়ার কাছে মলদোভার একটি দুর্গে ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্র এবং ২০টি অন্যান্য ইউরোপীয় দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনে ২৫ লাখ লোকের দেশটির জন্য একটি নিরাপত্তা এবং সাংগঠনিক চ্যালেঞ্জ তৈরি করেছে যা রাশিয়া থেকে সতর্ক থাকার সময় ইইউতে যোগদানের পথ খুঁজছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা মলদোভা এবং এর জনগণকে সমর্থন করি যারা ইইউতে যোগ দিতে আগ্রহী। আপনারা আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন যারা যুদ্ধের প্রথম দিন শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। আমরা আপনাদের অবদান ভুলব না। ইইউতে আমাদের ভবিষ্যৎ। ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত ইউক্রেন।’

সান্দু বলেন, তিনি ইউক্রেনের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করেন এবং ইইউতে মলদোভার যোগদান সম্পর্কে যত দ্রুত সম্ভব আলোচনা করতে চান।

অসলোতে ন্যাটো মন্ত্রীদের পৃথক বৈঠকে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সদস্যপদ ভেটো করতে পারে না, যদিও জার্মানি বলেছিল যে ইউক্রেন যুদ্ধে থাকা অবস্থায় এটি সম্ভব হবে না।

(ঢাকাটাইমস/১জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :