বগুড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৬:২০| আপডেট : ০১ জুন ২০২৩, ১৬:২২
অ- অ+

বগুড়ার সদর উপজেলায় আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নামুজা ইউনিয়নের শাহপাড়া-মজিদপাড়া নলপুকুর নামক মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবেদীনের বাড়ি নামুজার শাহপাড়া এলাকার মৃত কায়মুদ্দিনের ছেলে।

জানা গেছে, আবেদীন বুধবার সন্ধ্যায় ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে বৃহস্পতিবার সকালে তার মেয়ে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় তার বাবার লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে। লাশটি একটি গাছের সাথে গলায় গামছা বাধা অবস্থায় ছিলো এবং মুখের ভেতর পাতা গুজিয়ে দেয়া হয়েছিলো। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টায় লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/০১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া সদর উপজেলা পরিষদে হামলা
বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ‌ফের স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা