চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৯:০৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ শয়নকক্ষ থেকে দিপু চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দিপু চৌধুরী একই এলাকার মৃত হাসানুজ্জামান চৌধুরীর ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দিপু চৌধুরী তার শয়নকক্ষে একাই থাকতেন। প্রতিদিনই ঘুম থেকে দেরি করে উঠতেন তিনি। কিন্তু আজ বেশি দেরি হওয়ায় এবং ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এসময় জানালা খুলে ঘরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা কেটে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০১জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :