পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়িতে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই গ্রামের কৃষক দুদু মিয়ার দেয় বছর বয়সী কন্যাশিশু মাইশা সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় মাইশাকে দেখতে না পেরে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে নেমে খুঁজতে থাকলে পানির নিচে ডুবন্ত অবস্থায় মাইশার মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন: ভাপসা গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/০২জুন/এসএম)

মন্তব্য করুন