ভাপসা গরমে খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ০৯:২৪
অ- অ+

কদিন ধরেই দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের মধ্যাঞ্চলের জেলা মাদারীপুরেও। ভাপসা গরমে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের।

এদিকে জেলায় রোগের তীব্রতায় অনেকেই খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। অপরদিকে লোডশেডিংয়ের ফলে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

জেলা আবহাওয়া অফিস বলছে, বেশ কিছু দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। প্রকৃতিতে গ্রীষ্ম চলে গেলেও তাপদাহ কমেনি। গেলো কয়েকদিন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সংঘাত, সংঘর্ষে রণক্ষেত্র তারাকান্দা

জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান ঢাকা টাইমসকে বলেন, গরম সবচে বেশি ভোগান্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুরা। এজন্য তাদের শরীরের দিকে নজর রাখতে হবে। যেন ঘামিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে।

(ঢাকাটাইমস/০২জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা আগামী ১০ জুলাই
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা