যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১১:৩০| আপডেট : ০২ জুন ২০২৩, ১২:০২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড় এলাকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মিরাজ মিয়া (২৫)। তার বাবার নাম মো. লোকমান খান।

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরওে পড়ুন>>বিএনপি নেতা রবির মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

স্থানীয়রা জানান, ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।

এসআই তুহিন আরও জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক বাসটি শনাক্তর চেষ্টা চলছে। তবে তার পুরো ঠিকানা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

(ঢাকাটাইমস/০২জুন/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা