বিএনপি নেতা রবির মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১১:০৭| আপডেট : ০২ জুন ২০২৩, ১২:০৩
অ- অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকালে মিছিলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। fFV

আরও পড়ুন>>গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হতে যাচ্ছেন আজমত উল্লা

মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নিঃশর্ত মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয়া দেয়।

মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, ধানমন্ডি থানা বিএনপির নেতা শফিক ভূইয়া, কাবিল হায়দার চৌধুরী, রফিক ভূইয়া, আনাস হাওলাদার, হাজারীবাগ থানা বিএনপির হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর, শিপলু, সুমন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, টিপু, চঞ্চল, সুমন, মহিলা দল নেত্রী ফেরদৌসী, সাজেদা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, মো. মামুন, সাইফুল ইসলাম সেতু, রেজাউল করিম রাব্বি, ফারুকুজ্জামান জুয়েল, রবিন বকাউল, ইয়াছিন আরাফাত, পারভেজ আহমেদ, আবিদ, রফিক,সরিফুল ইসলাম মিলন, রানা মাদবর সানা, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহফুজ কবিরসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

(ঢাকাটাইমস/০২জুন/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতা রবির সাংগঠনিক পদ স্থগিত
দীপ্ত টিভির তামিম হত্যা: শোকজের জবাবে যা বললেন বিএনপি নেতা রবি
দীপ্ত টিভির তামিম হত্যায় আরেক আসামি গ্রেপ্তার, বিএনপি নেতা রবিকে ধরতে সাঁড়াশি অভিযান
তামিম হত্যা: বিএনপি নেতা রবির বাসায় পুলিশের অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা