কবুতরের খাঁচায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ দম্পতির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ০৮:৪৭
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে লোহার তৈরি কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন, মমিন গাজী (৭০) ও নুরজাহান বেগম (৬৫)।

শুক্রবার বিকালে ওই ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘাটে।

মমিন গাজী ওই বাড়ির প্রয়াত আবদুল গফুর মিজি ছেলে ও নুরজাহান বেগম মমিন গাজীর স্ত্রী।

নিহতের ছেলে মোহাম্মদ হোসেন জানান, বিকেলে কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা-মা গুরুতর আহত হয়। তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আমি ঘরে প্রবেশ করে দেখি দুইজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে বাড়ির লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির তাণ্ডব, লাখ টাকার সম্পদের ক্ষতি

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনার পর আমরা খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা শেষ বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবার আবেদন করে ময়না তদন্ত ছাড়াই দুই জনের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। থানায় অপমৃত্যু রেকর্ড হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা