কবুতরের খাঁচায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ দম্পতির মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে লোহার তৈরি কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন, মমিন গাজী (৭০) ও নুরজাহান বেগম (৬৫)।
শুক্রবার বিকালে ওই ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘাটে।
মমিন গাজী ওই বাড়ির প্রয়াত আবদুল গফুর মিজি ছেলে ও নুরজাহান বেগম মমিন গাজীর স্ত্রী।
নিহতের ছেলে মোহাম্মদ হোসেন জানান, বিকেলে কবুতরের খাঁচার দুইপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা-মা গুরুতর আহত হয়। তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আমি ঘরে প্রবেশ করে দেখি দুইজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে বাড়ির লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির তাণ্ডব, লাখ টাকার সম্পদের ক্ষতি
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনার পর আমরা খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা শেষ বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবার আবেদন করে ময়না তদন্ত ছাড়াই দুই জনের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। থানায় অপমৃত্যু রেকর্ড হয়েছে।
(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে তিন সাংবাদিকের রিট

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাজী জাফরউল্লাহ

উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার
