প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে প্রতিবন্ধী নাগরিক সমাজের যাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ জুন ২০২৩, ১২:২৫ | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১১:৪৮

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।

রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি শেষে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রা শুরু করলে তাদেরকে শাহবাগেই আটকে দেয় পুলিশ।

প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করাসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।

আরও পড়ুন>> যোগ্যতা অনুসারে চাকরিসহ ১১ দফা দাবিতে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি

দা‌বিগু‌লো হল-

১. ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে।

২. প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন।

৩. চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন।

৪. অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতরকে কার্যকর করা।

৫. বাংলা ইশারা ভাষা ইনস্টিটিউট এবং বিদ্যালয় প্রতিষ্ঠা, আদালতসহ সব সেবাদানকারী প্রতিষ্ঠানে বিনামূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা।

৬. শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা।

৭. নিরন্ন, শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষদের ১টি বাড়ি ১টি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করা।

৮. গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা।

৯. প্রবেশগম্য অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা।

১০. ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয়, সব পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

১১. মন্ত্রণালয়ভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট।

(ঢাকাটাইমস/০৪জুন/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে ফ্লাইওভারের উপর পুড়ল মাইক্রোবাস

প্রথম দিনেই চমক দেখালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বদলে যাচ্ছে ফোর্সদের থাকা-খাওয়া

ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান, বিদায় নিলেন গোলাম ফারুক

ঢাকার বায়ুর মানে উন্নতি

‘মুসলিমরা আজ রাসূলের ঐক্যবদ্ধতার শিক্ষা থেকে দূরে’

জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত মেয়র আতিক

রাজধানীতে কৃষক লীগের মহাসমাবেশ শনিবার

জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীতে জশনে জুলুস

পর্যটন বিকাশে খাদ্যের নিরাপদতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি গুরুত্বপূর্ণ: আব্দুল কাইউম সরকার

এই বিভাগের সব খবর

শিরোনাম :