তাড়াশে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জুন ২০২৩, ১৮:৩৭ | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৬:৩৪

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে পুকুরে ডুবে সঞ্জয় কুমার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু ওই গ্রামের বাদ্যকর পাড়ার আফাল বাদ্যকরের ছেলে।

পরিবারের বরাতে বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, বিনসাড়া বাদ্যকর পাড়ার একটি পুকুরে পুকুরে মাছ ধরার জন্য কীটনাশক প্রয়োগ করেন পুকুর মালিক। পরে পাড়ার লোকজনের সঙ্গে শিশু সঞ্জয় কুমার ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় লোকজনের অগোচরে সে পানিতে ডুবে যায়। পরে লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক জানান, শিশু সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৪জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :