জামায়াতকে কর্মসূচির অনুমতি দেওয়া হবে কি না সিদ্ধান্ত পরে: বিপ্লব কুমার
বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে জামায়াতে ইসলামীর আবেদন গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তাদের অনুমতি দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে জানিয়েছেন ডিএমপি সদরদপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা টাইমসকে বলেন, জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি সদরদপ্তরে এসেছিলেন। তারা আগামী ১০ জুন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চান। কমিশনার মহোদয়ের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। তবে অনুমতি দেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। এখনো তো সময় আছে।'
জামায়াত বলছে তারা অনুমতি পেলে কোনো ধরনের নাশকতা করবে না। সেক্ষেত্রে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নে বিপ্লব বলেন, 'তারা তো তাদের কথা বলেছেন; আমরা দেখবো আমাদের বিষয়। কমিশনার স্যার সব দিক বিবেচনা করে, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন অনুমতির দেয়া হবে কিনা।'
এর আগে বিকালে জামায়াতের আট সদস্যের একটি দল ডিএমপি সদরদপ্তরে যায়। দলের নায়েবে আমিরসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১০ জুন শনিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে।
ঢাকাটাইমস/০৬জুন/এসএস/ইএস