জামায়াতকে কর্মসূচির অনুমতি দেওয়া হবে কি না সিদ্ধান্ত পরে: বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮:০৪ | প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১৭:৫৪

বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে জামায়াতে ইসলামীর আবেদন গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তাদের অনুমতি দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে জানিয়েছেন ডিএমপি সদরদপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা টাইমসকে বলেন, জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি সদরদপ্তরে এসেছিলেন। তারা আগামী ১০ জুন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চান। কমিশনার মহোদয়ের কার্যালয় থেকে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। তবে অনুমতি দেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। এখনো তো সময় আছে।'

জামায়াত বলছে তারা অনুমতি পেলে কোনো ধরনের নাশকতা করবে না। সেক্ষেত্রে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে কি না এমন প্রশ্নে বিপ্লব বলেন, 'তারা তো তাদের কথা বলেছেন; আমরা দেখবো আমাদের বিষয়। কমিশনার স্যার সব দিক বিবেচনা করে, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন অনুমতির দেয়া হবে কিনা।'

এর আগে বিকালে জামায়াতের আট সদস্যের একটি দল ডিএমপি সদরদপ্তরে যায়। দলের নায়েবে আমিরসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১০ জুন শনিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে।

ঢাকাটাইমস/০৬জুন/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

মেসে ঝুলছিল ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজকের মরদেহ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

সিগন্যাল অমান্য করতে গিয়ে ভুয়া এসআই আটক

স্পৃহা ও গ্লোবাল ল থিংকার্স সোসাইটির মধ্যে চুক্তি সই

করপোরেশনের সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগের কথা জানালেন মেয়র তাপস

এই বিভাগের সব খবর

শিরোনাম :