ফরিদপুরের নতুন এডিসি অমিত দেব নাথ

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা হয়েছে অমিত দেব নাথকে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিট ও এনডিআরসিসি বিভাগের দায়িত্বে আছেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করা হলো। তাকে পদায়িত জেলায় ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
(ঢাকাটাইমস/০৭জুন/এসএস/কেএম)

মন্তব্য করুন