বরিশালে হাসানাত আবদুল্লাহর প্রচারে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে নাকি হচ্ছে না?

সিরাজুম সালেকীন, ঢাকা টাইমস
| আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৪০ | প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ০৯:২২

বরিশাল সিটি নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে প্রচারণা চালিয়েছেন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। গত শনিবার গৌরনদীতে এক মঞ্চেই দেখা গেছে দুই ভাইকে। তবে সংসদ সদস্য ও মন্ত্রী পদমর্যাদার হওয়ায় আবুল হাসানাত আবদুল্লাহ আদৌ নির্বাচনি প্রচারণা চালাতে পারেন কি না সেই প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

আবুল খায়ের আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ৪৮ দিন পর দুই ভাইয়ের এক মঞ্চে অবস্থান তাদের মধ্যে বিরোধের বরফ গলছে বলেই মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটির বর্তমান মেয়র। তবে এবার তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। মনোনয়ন পান সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ।

এরপরই প্রকাশ্যে আসে তাদের মধ্যে বিরোধ। বরিশালের নির্বাচনি মাঠে সেই বিভক্তি ফুটেও ওঠে। আবুল হাসানাত আবদুল্লাহর ভাই খোকন সেরনিয়াবাতের পক্ষে অবস্থান নেবেন কি না সেই সংশয়ও ছিল।

গৌরনদীতে বিভাগের ৫ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দুই ভাইয়ের এক মঞ্চে অবস্থান তাই তাৎপর্যপূর্ণ। কারণ, একই স্থানে গত ২৬ মে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আবুল খায়ের ও তাঁর অনুসারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেননি।

এখন প্রশ্ন উঠেছে, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সিটি নির্বাচনে সরাসরি প্রার্থীর পক্ষে কী আবুল হাসানাত আবদুল্লাহ ভোট চাইতে পারেন? কারণ, আবুল হাসানাত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক; যা মন্ত্রী পদমর্যাদার।

আরও পড়ুন>>ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দুই নেতা বহিষ্কার

তাছাড়া সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ প্রচারে অংশ নিতে পারেন না। তবে নির্বাচন কমিশন বলছে, আবুল হাসানাত নিয়মের ব্যত্যয় ঘটাননি। বিধিমালার মধ্যে থেকেই প্রচারণা চালিয়েছেন।

নির্বাচন বিধিমালায় কী আছে:

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য প্রচারে অংশ নিতে পারেন না।

এছাড়া কোনো প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে সরকারি সার্কিট হাউজ, ডাকবাংলো বা রেস্ট হাউজে অবস্থান করতে পারবেন না। তার পক্ষে বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপক্ষে প্রচারণার স্থান হিসেবে সরকারি সার্কিট হাউজ, ডাকবাংলো, রেস্ট হাউজ, কোনো সরকারি কার্যালয় অথবা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষকে ব্যবহার করিতে পারবেন না।

নির্বাচন কমিশন যা বলছে:

হাসানাত আবদুল্লাহর প্রচারে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ঢাকা টাইমসকে বলেন, ‘তিনি আচরণবিধি লঙ্ঘন করেননি। কারণ, তিনি সিটি করপোরেশনের বাইরে বর্ধিত সভায় ভোট চেয়েছেন। নির্বাচনি এলাকার বাইরে ভোট চাইলে সেটা নির্বাচনি বিধি লঙ্ঘন হবে না; বিধিমালায় এমনই আছে।’

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে নির্বাচনি এলাকার মধ্যে সার্কিট হাউজ, ডাকবাংলো বা রেস্ট হাউজে অবস্থান করতে পারবেন না। তবে তারা ভোটার হলে ভোট দিতে পারবেন।’

আইনেও বলা আছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে শর্ত থাকে যে, উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।’

বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ জুন। ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। নৌকার প্রার্থী আবুল খায়েরের সঙ্গে মেয়র পদে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী ছাত্রদলের সাবেক নেতা কামরুল আহসান ও আলী হোসেন।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :