সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সুবাতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৫:৩২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর সপ্তাহের শেষ কার্যদিবসটা বেশ ভালোই গেল। এদিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ৯৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৬টির।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩৪ কোটি ৯৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ৮০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬২ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ২০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৬টির দর বেড়েছে, কমেছে ৫৪টির এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা