শেরপুরে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পৌর শহরের উত্তর বাজারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামের খাবাড়ির মাসুদুর রহমান ওরফে হিটলার মিয়ার ছেলে। রবিন ঢাকার বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বিকালে তিনি মোটরসাইকেলে শহরের উত্তর বাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার নিচে পড়ে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান রবিন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৯জুন/এসএ)