গুজরাট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই মোদির ডিগ্রি, উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৬:২৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্ববিদ্যালয় ডিগ্রি সম্পর্কিত মামলার রায় পুনর্বিবেচনা করতে গুজরাট হাইকোর্টের নিকট আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির এই নেতা আদালতের নিকট আবেদনে বলেছেন প্রধানমন্ত্রীর ডিগ্রি সম্পর্কিত কোনো তথ্য গুজরাট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যায়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ওই বিশ্ববিদ্যালয় ও তাদের হয়ে আদালতে উপস্থিত দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, ডিগ্রির প্রতিলিপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ অন্যত্র এবং জনসমক্ষে রয়েছে।

মার্চ মাসে কেজরিওয়াল আদেশের পুনর্বিবেচনার জন্য গুজরাট হাইকোর্টে আবেদন করেছেন যেখানে এটি গুজরাট বিশ্ববিদ্যালয়ের পিটিশনের অনুমতি দিয়েছিল। সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের (সিআইসি) আদেশটি বাতিল করে দেয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়টিকে ‘অনুসন্ধান করার নির্দেশ দেয়’।

বিচারপতি বীরেন বৈষ্ণবের আদালত শুক্রবার বিষয়টি স্বীকার করে এবং উত্তরদাতা গুজরাট বিশ্ববিদ্যালয়, ভারতের ইউনিয়ন, প্রধান তথ্য কমিশনার এবং তৎকালীন সিআইসি কমিশনার অধ্যাপক এম শ্রীধর আচার্যুলুকে রুল জারি করে, যিনি আদেশটি দিয়েছিলেন।

আদালত আগামী ৩০ জুন শুনানির জন্য বিষয়টি গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

কেজরিওয়ালের করা রিভিউ পিটিশনে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার জমা দেওয়ার পরে আদালত রেকর্ড করেছে যে প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি ভার্সিটির ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। কিন্তু ‘উক্ত ওয়েবসাইটের স্ক্যান করার পরে...( এটি) দেখো উল্লিখিত ‘ডিগ্রি’ সাইটে নেই। তবে ওআর (অফিস রেজিস্টার) হিসেবে উল্লেখ করা একটি নথি দেখা গেছে।’ এমনকি উল্লিখিত ওআর ‘জাল এবং কর্তৃপক্ষের কোনো সীল বা স্বাক্ষরনেই’, এর যাচাইকরণ অসম্ভব।

শুনানির দিন মেহতা শুধু মৌখিকভাবে জমা দিয়েছিলেন, সেটিও প্রথমবারের মতো, ওয়েবসাইটে ডিগ্রী পাওয়া যায় বলে উল্লেখ করে কেজরিওয়াল আবেদন করেছেন যে মৌখিক দাখিলটি যাচাই করার এরকম কোনো সুযোগ তার ছিল না এবং বা তিনি তা করতে পারে না।

কেজরিওয়াল তার রিভিউ পিটিশনে প্রধানমন্ত্রী মোদির ডিগ্রির বিষয়টি ধরে রাখার জন্য আদালত কর্তৃক তার ওপর আরোপিত ২৫ হাজার রুপির খরচকেও চ্যালেঞ্জ করেছেন।

কেজরিওয়াল রায়ের পুনর্বিবেচনা এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় বাস্তবায়ন, পরিচালনা এবং কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়েছেন।

(ঢাকাটাইমস/১০জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কানাডার কয়েক ডজন কূটনীতিক প্রত্যাহার করতে বললো ভারত

আঙ্কারায় বিস্ফোরণের পর কুর্দি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু তুরস্কের

বাজেট ব্যর্থতা সত্ত্বেও ইউক্রেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দূরে হাঁটবে না: বাইডেন

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ, দেখুন সরাসরি

মেক্সিকোতে দুর্ঘটনায় ট্রাকে লুকিয়ে থাকা ১০ কিউবান অভিবাসী নিহত

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯, আটকা পড়েছে ২০ জন

‘কর্মী-সম্পদ ও ভারত সরকারের সহযোগিতার অভাবে’ দিল্লিতে কার্যক্রম বন্ধ আফগান দূতাবাসের

শেষ মুহূর্তে শাটডাউন থেকে বাঁচল যুক্তরাষ্ট্র

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী প্রার্থী জয়ী

১৮৮২ সালের পর আর্দ্রতম সেপ্টেম্বর পার করল নিউইয়র্ক, আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :