মানিকগঞ্জে সিংগাইরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চান্দহর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফুরকে কুপিয়েছে দুবৃত্তরা।
শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশে আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদে যাওয়ার সময় তিনি এমন হামলার শিকার হন। আহত আব্দুল গফুর (৪৫) উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য ও আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে উৎ পেতে থাকা বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কোপালে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। দ্রুতই আইনের তাদের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’
(ঢাকাটাইমস/১০জুন/এআর)

মন্তব্য করুন