চিকেন ফ্রাই কিনে ছেঁড়া টাকা দেওয়ায় দ্বন্দ্ব, মারধরে নিহত দোকানি

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকান থেকে চিকেন ফ্রাই কিনে ছেঁড়া টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত হন দোকানি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আসাদুজ্জামান চয়ন (২৭)।
আরও পড়ুন>>অনলাইনে প্রতারণার অভিযোগে আটক ৬
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিহত হন দোকানি হাফিজুল ইসলাম (২৭)। এ ঘটনায় নিহতের ছোট ভাই সজীম মিয়া বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, নিহত দোকানি হাফিজুল ইসলাম (২৭) মিরপুর ১০ নম্বরের সেকশন ৬ এর ৩ নম্বর রোডে দুই বছর ধরে চিকেন ফ্রাই বিক্রি করে আসছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আসামি চয়ন ও তারেকসহ কয়েকজন যুবক হাফিজুলের দোকানে গিয়ে চিকেন ফ্রাই কেনেন। মূল্য পরিশোধের জন্য তারা একটি ১০০ টাকার নোট দেন। কিন্তু টাকাটি ছেঁড়া থাকায় দোকানি নোটটি পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু যুবকরা টাকা পরিবর্তন করে না দিয়ে তর্ক শুরু করেন। এক পর্যায়ে চয়ন ও তারেকসহ অন্যরা মিলে হাফিজুলকে মারধর করেন। এতে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে আসামি আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। হত্যায় জড়িত তারেকসহ অন্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৩জুন/এসএস/এফএ)

মন্তব্য করুন