ইতালির ভেনিসে ভৈরববাসীর মিলন মেলা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১১:৫৫
অ- অ+

ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে স্থানীয় সান জুলিয়ানো পার্কে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভৈরবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের খেলাধুলা নারী-পুরুষদের অংশগ্রহণে মজাদার ইভেন্ট ছাড়াও আকর্ষণীয় লটারির আয়োজনে প্রায় এক হাজার প্রবাসীদের উপস্থিতিতে এই মিলন মেলা শেষ পর্যন্ত একখন্ড বাংলাদেশে পরিণত হয়। প্রবাসে এমন আয়োজন প্রবাসী পরিবারদের বাড়তি আনন্দ যোগায়। এই প্রজন্মের ছেলে-মেয়েরা খোঁজে পায় বাংলাদেশের কালচার।

নারী-পুরুষ ও শিশু কিশোরসহ প্রবাসী পরিবারগুলো উপস্থিত হলে সবাইকে আয়োজনের পক্ষ থেকে দুপুরে আপ্যায়ন করানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরবের প্রবীণ কমিউনিটি নেতা আবুল কাসেম।

সোহেল মিলা ও শহিদুল ইসলাম শহীদের যৌথ পরিচালনায় মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভৈরবের কৃতি সন্তান ইতালির রোমের রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজি জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন ভেনিস কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ভৈরবের কৃতি সন্তান সোলাইমান হোসাইন, মোবারক হোসাইন, কাজী আবদুল্লাহ আল বাকি রোনাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভৈরবের প্রবীণ ব্যক্তিত্ব আবদুল মান্নান, মনফলকনে কমিউনিটি নেতা নুরুল আমিন খন্দকার, জাহাঙ্গীর সরকার, ফরিদুল ইসলাম আনিস, তোফাজ্জল হোসেন তোষন খান, মোস্তাফিজুর রহমান রবিন, কামরুজ্জামান শাফি, সোহাগ আলম, আনিসুর রহমান কাপন, হাজী রাসেদ মিয়া, আহাদ মিয়া, মাহবুবুর রহমান, হান্নান মিয়া, সুজন রহমান, মাস্টার রহমতউল্লাহ, সেলিম জাবেদ, রতন মিয়া।

আরও উপস্থিত ছিলেন- রাশেদ মিয়া, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, আবুল বাশার, বাহাউদ্দিন বাহার মামুন, আবু বক্কর, আবু তৌহিদুল আপন, সবুজ সারোয়ার, সোহেল রহমান, সানি হক, জহিরুল ইসলাম, মিয়া মামুন, আজিজুল, তপু আহমেদ, কফিল উদ্দিন শামীম। সৌরভ মিয়া, মোমেন মিয়া, পিন্টু মাহমুদ, সুলতান হাবিব, আনোয়ার, আষাড়, কাজল মিয়া, জনি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানকে সুন্দর করতে ভৈরব প্রবাসীদের পক্ষে লন্ডন, জার্মান, বাংলাদেশ সহ বিভিন্ন প্রভেন্সি থেকে আগত ভৈরবের সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

এই বিশাল মিলন মেলা টি যেন পারস্পরিক সম্পর্ক পূনঃস্থাপনের পাশাপাশি নিজেদের কে নতুন করে এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। দিন ব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র। পুরস্কার হিসেবে ভেনিস টু ঢাকা বিমান টিকেট সহ টিভি মোবাইল সেট বাইসাইকেল সহ প্রায় বিশটি পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন বিজয়ীদেরকে থেকে পুরস্কার তুলে দেন অতিথি সহ আয়োজকরা।

এই ভৈরব বাসীদের মিলন মেলায় প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের জীবনের শেষ ইচ্ছা ভৈরবকে দেশের ৬৫তম প্রস্তাবিত জেলা বাস্তবায়নের দাবি জানিয়েছে উপস্থিত ভৈরববাসী।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

(ঢাকাটাইমস/১৪জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা