হাইওয়ে পুলিশ প্রধানের সঙ্গে রিজিয়নাল এসপিদের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৩, ১৬:৪৫
অ- অ+

সরকারের কর্ম-সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় হাইওয়ে পুলিশের প্রধান এবং রিজিয়নাল পুলিশ সুপারদের (এসপি) (গাজীপুর-বগুড়া-খুলনা-সিলেট) সঙ্গে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১৮ জুন ২০২৩-২০২৪ অর্থ বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন আহমেদ। এসময় হাইওয়ে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসড়কে দুর্ঘটনা রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মহাসড়ক সুশৃঙ্খল ও সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ জুন দুপুরে হাইওয়ে পুলিশ সদরদপ্তরে রিজিয়নাল পুলিশ সুপারদের (গাজীপুর-বগুড়া-খুলনা-সিলেট) সঙ্গে হাইওয়ে পুলিশ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি APA (২০২৩-২০২৪) স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি (অ্যাডমিন) আতিকা ইসলাম, ডিআইজি (পশ্চিম বিভাগ) মো. মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম, অতিরিক্ত ডিআইজি (পশ্চিম বিভাগ) সঞ্জয় কুমার কুন্ড, অতিরিক্ত ডিআইজি (উত্তর বিভাগ) মোছা. ফরিদা ইয়াছমিন, অতিরিক্ত ডিআইজি (পূর্ব বিভাগ) বেগম ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শ্যামল কুমার মুখার্জী, পুলিশ সুপার (প্রশাসন) ড. আ. ক. ম আখতারুজ্জামান বসুনিয়া, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিলেট রিজিয়নের পুলিশ সুপার শহিদুল্লাহ, বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, খুলনা রিজিয়নের পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
কতটা হাঁটলে ঝরবে মেদ, দূরে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা