সিলেট-রাজশাহীতে ভোটগ্রহণ চলছে

সিলেট ও রাজশাহীতে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয়েছে এ ভোট, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে।
নির্বাচন উপলক্ষে এই দুই নগরীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী এলাকায় সীমিত আকারে যান চলাচল করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে সিসিটিভির মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দুই সিটির ভোট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে ইসি।
আরও পড়ুন>>সিটি নির্বাচনে ইসির শেষ পরীক্ষা আজ
আরও পড়ুন>>রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ৪৩৩৮ আনসার মোতায়েন
আরও পড়ুন>>সিলেটের ভোটে বৃষ্টির হানার আশঙ্কা
এবার সিলেটে ভোটে নেমেছেন মোট ৩৬৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে লড়ছেন ৮ জন। তারা হলেন, আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। তবে নির্বাচন বর্জন করেছেন হাত পাখার মাহমুদুল হাসান।
রাজশাহীতে মেয়র পদে ৩ জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ১৬০ জন।
মেয়র পদে প্রার্থী হলেন, আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন। তাই মেয়র পদে লড়ছেন ৩ জন।
(ঢাকাটাইমস/২১জুন/এফএ)

মন্তব্য করুন