মানিকগঞ্জের দৌলতপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার বিকালে দৌলতপুর উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা, বাচামারা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ সরকারসহ অনেকে।
(ঢাকাটাইমস/২৩জুন/এসএ)

মন্তব্য করুন