গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা লুট, চারজনকে ফেলল রাস্তায়

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৩, ১৩:২৯| আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪:২২
অ- অ+

ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাত দলের নির্যাতনের শিকার হয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ডাকাতরা গরু ব্যবসায়ীদের সাড়ে ১৪ লাখ টাকা লুটে নিয়েছে। পরে নিহত ব্যবসায়ীসহ চারজনকে পিটিয়ে ট্রাক থেকে ফেলে দিয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

মর্মান্তিক হত্যার শিকার শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

জানা গেছে, রাজধানীর বাড্ডা এলাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য একটি ট্রাকে উঠেন পাঁচজন ব্যবসায়ী। পরে এ ট্রাকটি চন্দ্রা এলাকা পার হলে ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুট করে ডাকাতরা।

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার উদ্দেশে রওনা দেন পাঁচ ব্যবসায়ী। তাঁরা বাড্ডা থেকে একটি ট্রাকে করে ফিরছিলেন। ট্রাকটি গাজীপুরের চন্দ্রা এলাকা পার হলে ট্রাকের ৯ আরোহী তাঁদের হঠাৎ লাঠি, বাটাম, টর্চ দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে ব্যবসায়ীদের হাত-পা, মুখ, চোখ বেঁধে ফেলেন তারা। মারধরের একপর্যায়ে ব্যবসায়ী শহিদুল মারা যান। এ সময় ওই ব্যবসায়ীদের টাকাপয়সা লুটে নেয় দুর্বৃত্তরা। পরে বুধবার সারা দিন বিভিন্ন এলাকা ঘুরিয়ে রাতে শহিদুলসহ চারজনকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ পেট্রলপাম্পের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। বাকি একজনকে অন্য কোথাও ফেলে দেওয়া হয়। পরে আহত ব্যবসায়ীদের দুজন আগ্রাণ পেট্রলপাম্পে এসে বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বড়াইগ্রাম থানায় রাখা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বড়াইগ্রাম থানার পুলিশ ও একজনকে চাটমোহর থানার পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন: ঈদের দিন সকালে সিরাজগঞ্জের সড়কে ঝরল চার প্রাণ

এ ঘটনায় ডাকতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক

(ঢাকাটাইমস/২৯জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা