ঈদের দিন সকালে সিরাজগঞ্জের সড়কে ঝরল চার প্রাণ

ঈদুল ফিতরের দিন সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারিয়েছেন চারজন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে হাটিকুমরুল যাচ্ছিল। এ সময় গরুসহ একটি পিকআপ বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
আরও পড়ুন: দিনাজপুরে উপমহাদেশের অন্যতম ঈদ জামাতে নামাজ পড়লেন দুই লাখ মুসল্লি
এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান
(ঢাকাটাইমস/২৯জুন/এসএম)

মন্তব্য করুন