গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ আহত ২৫

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস যাত্রী নিয়ে টেকেরহাট যাচ্ছিল। এ সময় বাসটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক মহসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম বলেন, একটি লোকাল বাস যাত্রী নিয়ে টেকেরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং নারী ও শিশুসহ অনেকে আহত হন।
(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

মন্তব্য করুন