সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৩, ২২:১৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম সিয়াম।

শুক্রবার (৩০ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সিয়াম সোনারগাঁও উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের ২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা