হজ শেষে দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন, আরও চার হাজির মৃত্যু
সৌদি আরবে হজ পালন শেষে ১০ হাজার ৩৯৫ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ২৯টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এদিকে সৌদিতে গতকাল আরও চারজন হাজি মারা গেছেন।
গত ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা শেষ হবে ২ আগস্ট।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিটে হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি।
মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৯টি।
সৌদি আরবে এ পর্যন্ত ৭৫ জন হজযাত্রী/হাজি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৫৯ জন ও মহিলা ১৬। ৭৫ জনের মধ্যে মক্কায় ৬১ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।
এ বছর মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। মোট ৩২৫টি ফ্লাইটে সৌদি আরব যান তারা।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে পরিবহন করেছে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে পরিবহন করেছে ৪১ হাজার ৪৬৮ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে পরিবহন করেছে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী।
এ বছর সরকারি হজযাত্রীর কোটা ছিল ১০ হাজার ৩৬০ জন, বেসরকারি হজযাত্রী ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (গাইড ২৫০৬ জনসহ)। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
সর্বশেষ মৃত্যু
গতকাল মঙ্গলবার সৌদি আরবে শামসুল আলম (৭৭), মুহাম্মদ আবদুর রাজ্জাক (৬৫), নুরতাজ আলী (৭৪), মোহাম্মদ গোলাম মোস্তফা সরকার (৪৭) নামে চার জন হাজি মারা গেছেন।
শামসুল আলমের বাড়ি ঢাকার মিরপুরের শাহআলীবাগ রোডে। মুহাম্মদ আবদুর রাজ্জাকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রত্নেশ্বরপর চালুয়াহাটিতে। নুরতাজ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের পলশায়। গোলাম মোস্তফা সরকারের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীতে।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/০৫জুলাই/এফএ) ৃ