সুনামগঞ্জে আইফোনের জন্যেই মা-ছেলেকে হত্যা

আইফোন চুরি করতে গিয়ে সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান।
এরআগে এই ঘটনার প্রধান আসামিকে এদিন ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বাসায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার থেকে জোড়া খুনের প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় মিনহাজের ঘুম ভেঙে গেলে ঘাতক ও তার বন্ধু মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে৷ এক পর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে এলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন