নাটোরে পোড়ানো হলো ১৬ লাখ টাকার অবৈধ সুতিজাল

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৪৭
অ- অ+
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ লাখ টাকার অবৈধ সুতিজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চলনবিল অধ্যুষিত সাবগাড়ী, রাবারড্যাম, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকার অবৈধ সুতিজাল ও চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।

অভিযানে উপজেলার আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে এবং নদীকে সংকুচিত করে অবৈধভাবে সুতিজালের বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে মেতেছিল কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রশাসন খবর পেয়ে অভিযান পরিচালনা করেন।

এতে প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান। এসময় ৫টি সোঁতিজাল, ২টি চায়না দুয়ারী জাল, বিভিন্ন অবকাঠামো, অবৈধ স্থাপনাসহ বাঁধ অপসারণ করা হয়েছে। পরে চাঁচকৈড় বাসহাটা নিয়ে এসে ওই সুতিজাল ও অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, ‘মৎস্য আইনে অবৈধ সুতিজালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা