২১ বছর পর দেবিদ্বার পৌরসভায় নির্বাচন, চলছে ভোটগ্রহণ

সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের পর প্রায় ২১ বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা ও তিনটি ইউনিয়নে। ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
জানা গেছে, দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ৮ মেয়র প্রার্থীসহ সাধারণ ওয়ার্ডে ৬৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী সাইফুল শামীমের সঙ্গে ভোটযুদ্ধে রয়েছেন একই দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আবুল কাসেম ও এম এ কাইয়ুম ভূঁইয়া।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ১৪টি কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও ভোটের মাঠে চার প্লাটুন বিজিবি, র্যাবের একটি টিম, পুলিশের ৭টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং টিম, একটি স্ট্যান্ডবাই টিম দায়িত্ব পালনসহ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।
এ দিকে কুমিল্লার তিনটি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ও আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ও হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হলেও সীমানা নির্ধারণ নিয়ে মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় ২১ বছর পর প্রথম নির্বাচন হচ্ছে। সেখানে মোট ভোটার রয়েছে ৪৪ হাজার ৫৮৭ জন।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

মন্তব্য করুন