বগুড়ায় বা‌সের ধাক্কায় সিএন‌জি চালকসহ নিহত ২

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ০৯:৫৪
অ- অ+

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুজ‌ন নিহত হ‌য়ে‌ছেন।

রবিবার রাত ১১টায় সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- সদর উপজেলার আশোকোলা এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান এবং সিএনজি চালক বাঘোপাড়া দক্ষিণপাড়ার ওয়াজেদ আলীর ছেলে বাপ্পি হোসেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন ব‌লেন, যাত্রী নি‌য়ে সিএন‌জি অটো‌রিকশা‌টি মহাস্থানের দিকে যাচ্ছিল। পথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস সাম‌নে থে‌কে সিএন‌জি‌টি‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়৷ এসময় আহত দুজনকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি মারা যান। অপরজন চিকিৎসাধীন।

আরও পড়ুন: উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন হিসাবরক্ষক

এদিকে, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বাসটি সিএনজির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় বৈদ্যুতিক মিটারের মাধ্যমে বাসটিতে আগুন লেগে যায়। এসময় যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালার কাচ ভেঙে নিচে লাফ দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা