বরিশালে জেলের জালে ওঠে এল মাছের বদলে কুমির

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ১৪:০১| আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৪:২২
অ- অ+

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোষেরহাট ভূঁইয়া বাড়ির নদীতে মাছ ধরার সময় জাবুল হোসেন তালুকদার নামে এক জেলের জালে ধরা পড়েছে একটি কুমির। এ নিয়ে জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে কুমিরটিকে উদ্ধার করে জেলেদের হেফাজতে রাখলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা প্রশাসন।

জেলে জাবুল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালেও আইড় পাঙাশের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারী ভারী লাগছিল। এরপর জাল কাছে আসার পর দেখতে পাই কুমিরটিকে।

প্রথমে কিছুটা ভয় পেয়েছি এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে আমাদের রুবেল মেম্বারকে সংবাদ দেই। এরপর উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

নাজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য রুবেল বলেন, জেলেদের কাছ থেকে কুমিরের বিষয়ে জানতে পেরে থানা পুলিশ ও ইউএনও মহোদয়কে জানিয়েছি। তারা কুমিরের দেখভাল করার জন্য আমাকে ও জেলেদের বলেছে। আমরা সেটির দেখাশোনা করছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান রুবেল মেম্বার।

কুমিরের বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব বলেন, আজ সকালে নাজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য রুবেল মোবাইল ফোনে জানান কুমিরের বিষয়টি। এরপর ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি।

তবে এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এটি মৎস্য সংরক্ষণ অধিদপ্তরের কাজ। মৎস্য সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে কথা বললে জানতে পারি এটি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাজ।

তারপর আমি ইউএনও স্যারকে জানিয়েছি তিনিই ব্যবস্থা নিবেন।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি আমি জানার পরে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠিয়েছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন কুমিরটিকে সংরক্ষণ করার জন্য।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা