কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাংবাদিকসহ আহত ২৫

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটেছে একাধিক গুলি ও টিয়ারশেল ছোড়ার ঘটনা। সংঘর্ষে ২ জন সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন সদস্যসহ ২৫ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।
এ সময় ধাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়ে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের নেতৃত্বে পূর্ব নির্ধারিত পদযাত্রা শহরের বাণিজ্যিক এলাকা রথখলার দিকে আসছিল। এসময় পুলিশ পদযাত্রায় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ২ জন সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মী ও পুলিশের কয়েকজন সদস্যসহ ২৫ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। পদযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ কোনো বাধা দেয়নি। পদযাত্রা শেষে রথখলা থেকে ফেরার পথে তারা পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সদর থানার একটি গাড়ির গ্লাস ভেঙে গেছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এআর)

মন্তব্য করুন