সুনামগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল পাঁচটি দোকান

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১১:৫৪
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে আগুনে পুড়েছে পাঁচটি দোকান। এতে অন্তত প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার রাত ১১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি মোদি দোকান, একটি হোমিওপ্যাথিক, একটি মুঠোফোন লোডের দোকানসহ মোট পাঁচটি দোকান পুড়ে যায়।

জানা যায়, শ্রীপুর বাজারে মেকানিক আঙ্গুল আলমের দোকানে আগুনের লেগে দ্রুত পাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যবসায়ীসহ বাজারের পাশের বাসিন্দারা দুঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে যায়। এছাড়া আগুনে আরও বেশ কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। এছাড়াও আগুন লাগায় ভয়ে আশপাশের দোকানের মালামাল সরাতে গিয়ে কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী হায়দার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা