সিরাজগঞ্জে হিরোইনসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৫:৩৩
অ- অ+

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫০ লাখ টাকার হিরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লে. বিএন মো. আবুল হাসেম।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তারাই গ্রামের বুবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার বিকালে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা