পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৫:৫০
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রেসমা খাতুন (৬) নামে এ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এসময় মৌসমী খাতুন (১৩) নামে আরও এক শিশু নিখোঁজ হয়।

শুক্রবার দুপুরে উপজেলার রবাগডাঙ্গা এলাকায় দুই শিশু নদীতে গোসল করাতে নিয়ে গেলে এ ঘটনা ঘটে।

নিহত মৌসমী খাতুন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামে রেহসান আলীর মেয়ে। এছাড়া নিখোঁজ মৌসমী খাতুন একই ইউনিয়নের সোনাপট্টি গ্রামের গুমানির মেয়ে।

স্থানীয়রা জানান, চাচাতো-ফুফাতো দুই বোনের শরীরে পক্স হয়েছে। কে বা কারা বলেছে পদ্মা নদীতে গোসল করলে ভালো হবে। সে জন্য শুক্রবার দুপুরে দুই বোনকে পদ্মা নদীতে গোসল করতে নিয়ে যায় পরিবার সদস্যরা। তাদের গোসল করতে নামালে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে রেসমাকে পেলেও মৌসমীকে পাওয়া যায়নি।

স্থানীয়রা আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তারাও খোঁজাখুঁ শুরু করেন।

আরও পড়ুন: বরিশাল মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে দুপক্ষের সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন পদ্মা নদীতে ডুবে মারা যাওয়া ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা