বরিশাল মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে দুপক্ষের সংঘর্ষ

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১২:৩৮
অ- অ+

বরিশাল মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।

এদিন সকাল দশটার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালে মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত পন্থী আফতাব গ্রুপ।

এসময় সাদিক পন্থী কামাল হোসেন লিটন চেয়ারম্যান মিছিল সহকারে টার্মিনালে প্রবেশ করলে দুপুক্ষের সংঘর্ষ হয়।

এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন শ্রমিকদের একটি পক্ষ। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মহানগর শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি আফতাব হোসেন বলেন, বরিশাল ছাত্রলীগের বিতর্কিতদের দিয়ে মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা ওই কমিটির বাতিলের দাবিতে প্রতিবাদ জানালে আমাদের উপর অতর্কিত হামলা চালায় সাদিক পন্থী লোকজন।

এর আগে বুধবার বরিশাল মহানগর শ্রমিক লীগের ২৮ সদস্যর কমিটি গঠন করা হয়। পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও রইজ আহম্মেদ মান্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এই খবরে আজ সকালে নথুল্লাবাদ বাস টার্মিনালে প্রতিবাদ জানানোর সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, বাস টার্মিনালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষের কেউ যদি অভিযোগ দেয় তাহলে তদন্ত সাপেক্ষ আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

এদিকে বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। দুপুর সাড়ে বাড়োটা পর্যন্ত বাস টার্মিনালে উত্তেজনা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা