ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মিলেছে

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ২২:১৮| আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৮:৪০
অ- অ+

ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় মিলেছে।

বাসার স্মৃতি পরিবহন নামের ওই বাসটি ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ছাদে ও ভেতরে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায় বলে আহত যাত্রীদের অভিযোগ।

শনিবার সকাল ১০টার দিকে বাসটি ছত্রকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে দুর্ঘটনাস্থল থেকে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে আর কোনো মরদেহ নেই। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পান্না মিয়ার ছেলে তারেক রহমান, (৪৫), একই উপজেলার মুজাফফর আলী মোল্লার ছেলে ছালাম মোল্লা (৬০), ঝালকাঠির নিজামিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (৪৩), মেয়ে খুসবু আক্তার (১৭), একই উপজেলার বলাই বাড়ি এলাকার নূরুল ইসলামের ছেলে নয়ন (১৬), ভান্ডারিয়া পৌরসভার ছালাম মোল্লার ছেলে শাহিন মোল্লা (২৫) ও লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০), ছেলে আবুল কালাম, ভান্ডারিয়ার পশরবুনিয়া গ্রামের জালাল হাওলাদারের মেয়ে সুমাইয়া (৬), ভান্ডারিয়ার শিয়ালকাঠি গ্রামের মৃত ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৮০), বরিশালের চরবোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ (৮), বরিশাল মেহেন্দিগঞ্জের রিপন হোসেনের মেয়ে রিপা মনি (২) ও স্ত্রী আইরিন আক্তার (২২), ঝালকাঠির বাঁশবুনিয়া গ্রামের জিয়াউর রহমান খোকনের স্ত্রী ছালমা আক্তার মিতা (৪২)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পুরাতন ও ত্রুটিপূর্ণ ছিল। তাছাড়া যারা বেঁচে ফিরেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যাত্রীরা বলেছেন, রাজাপুর স্টেশনের পর থেকেই বাসচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসন কমিটি গঠন করেছে। এতে শিগগিরই আমরা জানতে পারব মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ।

দুর্ঘটনায় নিহত খুশবু আক্তারের ভাই মো. রহমত উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, মাকে বরিশালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তাদের আর ফেরা হলো না। ভাবতেই পারছি না আমার মা আর বোন এ পৃথিবীতে নেই।

মায়ের চিকিৎসা করাতে বরিশাল যাচ্ছিলেন খুশবু আক্তার (১৬)। ডাক্তার দেখানো শেষে গতকালই গ্রামের বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু, তা আর হলো না। ঝালকাঠির বাস দুর্ঘটনায় মা-মেয়ে দু'জনেই প্রাণ হারান।

একই দুর্ঘটনায় প্রাণ হারান ঝালকাঠির রাজাপুর এলাকার আইরিন (২০), তার ভাই নয়ন (১৮) ও দেড় মাস বয়সী মেয়ে রিপা। গতকল সকালে বাবার বাড়ি থেকে বরিশালের হিজলার শ্বশুরবাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু ঝালকাঠির বাস দুর্ঘটনায় তারা ৩ জনই প্রাণ হারান।

নিহত আইরিনের বড় ভাই রুবেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছিল, বোন আর ভাগনিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসবে। এখন ৩ জনই লাশ হয়ে পড়ে রয়েছে। ভাগনিকে কত আদর করেছি। ওর হাসিমাখা মুখটা এখনো আমার চোখের সামনে ভাসছে। দুর্ঘটনা আমার ভাই, বোন, ভাগনি ৩ জনেরই প্রাণ কেড়ে নিল।’

বাসে থাকা ঝালকাঠি সদর হাসপাতালে আহত যাত্রী আজাদ হোসেন (৫০) জানান, তিনি লক্ষ্মীপুর থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যান। এরপর বরিশালের উদ্দেশে এই বাসে ওঠেন। ভেতরে বসা ও দাঁড়ানো শতাধিক যাত্রী ছিল।

পিয়ারা বেগম (৪৫) নামে আরেকজন যাত্রী বলেন, ‘ছোট মেয়ে সুমাইয়াকে (৬) নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। পথে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। আমি কোনো রকমে জানালা থেকে মাথা বের করে মেয়েকে হাতের কাছে পেয়ে টেনে বের হই। তখন দেখি সে মৃত।’

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী নাইমুল ইসলাম বলেন, ‘ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে বাসটিতে যাচ্ছিলাম। গাড়ির ভেতরে ও ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি ৩-৪ মিনিট পানির নিচে থাকার পর জানালা থেকে বের হই।’

হাসপাতালে ভর্তি আহত আরিফ নামের একজন বলেন, ৪০ সিটের গাড়িতে কমপক্ষে ৬০ জন লোক ছিল। আমি চালকের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলাম। অতিরিক্ত যাত্রী নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি চলছিল। ঠিক তখনই দেখলাম গাড়িটি এলোমেলো চলা শুরু করে। এরপরই পুকুরে পড়ে যায়।

তিনি আরও বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই বাসটি সড়ক থেকে পুকুরে পড়ে ডুবে যায়। বাসটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এর মধ্যে একটু ফরসা দেখে সেদিকে এগিয়ে যেতেই একটি জানালা পাই। পরে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি।

উদ্ধার কার্যক্রমের বিষয়ে ঝালকাঠি দমকল বাহিনীর সদস্য মামুন বলেন, আমরা গাড়ির ভেতরে ডুব দিয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছি। আরও কিছু যাত্রীর পা ধরে টানাটানি করলেও তাদের মৃতদেহ আনা যাচ্ছে না। উদ্ধারের চেষ্টা চলছে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দ্বীন মোহাম্মদ বলেন, নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেড়ার ক্ষত রয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, আহদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিহতদের লাশ নেওয়ার বিষয়ে স্বজনদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, যাদের মৃতদেহ স্বজনেরা শনাক্ত করেছে। তা হস্তান্তর করা হয়েছে। যারা পোস্ট মর্টেম ছাড়া নিতে আবেদন করেছেন তারা তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে মরদেহ দেওয়া হয়। বাদিকেরও স্বজনরা আসছেন। শনাক্ত হলে হস্তান্তর করা হবে।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/আরকেএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা