পরিবেশ সুরক্ষায় কুলাউড়ায় স্টেপ অ্যাহেড বাংলাদেশের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৩, ১৮:০৩| আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২০:০৯
অ- অ+

পরিবেশ সুরক্ষায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ। সংগঠনের কুলাউড়াস্থ স্বেচ্ছাসেবীরা সোমবার (২৪ জুলাই’২৩) মনসুর আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপন ও শিশুদের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক, স্থানীয় বন বিভাগের কর্মকর্তাসহ উপস্থিতি সূধীজন শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন হতে উৎসাহিত করেন।

স্কুলের শিশু-কিশোরদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাডেহ বাংলাদেশ ২০২১ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ক করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেছে । -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৪জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা