বন্ধুর বোনকে রক্ত দিতে বের হয়ে শিক্ষার্থী খুন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১১:২০
অ- অ+

ফরিদপুরে বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি প্রান্ত মিত্র (২৩) নামে এক শিক্ষার্থী। ভোরে মেলে তার লাশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে জেলা শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রান্ত সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র।

তিনি শহরের ওয়ারলেস পাড়ায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবার নাম বিকাশ মিত্র। তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে বন্ধু হৃদয় প্রান্তকে ফোন দিয়ে বলেন, তার বোনের সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। পরে ভোর হতে চললেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা।

মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে ছুটে গিয়ে প্রান্তর লাশ দেখেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: জুড়ী সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে ফেলে গেল বিএসএফ

কোতয়ালী থানা পুলিশের এস আই মো. শামিম হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। কারা হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা