প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে ৭ কোটি ৫৬ লাখ টাকা ‘অসহায় রোগী সেবা তহবিলে’ হস্তান্তর

হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‘অসহায় রোগী সেবা তহবিলে’ ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী আরও ৭ কোটি টাকা অনুদান প্রদান করেছিলেন। সব মিলিয়ে গত দুই বছরে অসহায় রোগী সেবা তহবিলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো।
হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল “অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে আসছে।
এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে যে সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, হার্টের রক্তনালিতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভাল্ব প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ করা হয়ে থাকে।
এ তহবিল হতে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হয়। এছাড়া হাতে ও পায়ের রক্তনালিতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/জেএ/ডিএম)

মন্তব্য করুন