রাজবাড়ীতে ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১১:০৩| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:৫১
অ- অ+

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রুমা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। গত রবিবার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এদিকে চলতি বছর রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগী মৃত্যুর ঘটনা ঘটল। গত বছর ডেঙ্গুতে এ জেলায় দুজন রোগী মারা যান।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, বর্তমানে জেলা সদর হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৭ জন অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ২০৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা