টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১০:৪৮| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:১০
অ- অ+

টাঙ্গাইলে মহাসড়‌কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হ‌য়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক মো. আমিনুল ইসলাম (৫১) জেলার বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহত আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকায় বসবাস কর‌তেন। ভোরে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঘটনার পর মর‌দেহ‌টি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহ‌তের মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা