নাটোরে ট্রাক্টর উল্টে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ০৯:৫৮

নাটোরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে জয় উরাও (১৭) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এসময় ট্রাক্টরের চালক বিভল আহত হন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় রাজশাহীর গোদাগাড়ী থানার ভিকার পাড়া গ্রামের সিরিজ উরাওয়ের ছেলে।

স্থানীয়রা জানান, রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী থেকে একটি ট্রাক্টর ও একটি নছিমনে করে নাটোরের হয়বতপুরের সুলতানপুর এলাকায় কমলের বাড়িতে বউ আনতে যাচ্ছিলেন যাত্রীরা। নাটোর রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁশের ওপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই চালকের সহকারী জয় মারা যান। এ দুর্ঘটনায় চালকও আহত হন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

ঢাকাটাইমস/২৯জুলাই/এসএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :