মাতুয়াইল, রায়েরবাগ ও শ্যামলীতে ৩০ মিনিটের মধ্যে পুড়ল চার বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ১৬:১৪

রাজধানীর মাতুয়াইল, রায়েরবাগ ও শ্যামলী এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ বলছে, বাসগুলোতে বিএনপি নেতাকর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে শনিবার দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত আধঘন্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে দুপুর দেড়টার দিকে ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসেও। তবে ফায়ারকর্মীরা আসার আগেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

এর আগে এই এলাকায় স্বদেশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেটিও পুড়ে যায়। এ ছাড়া শ্রাবণ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। এছাড়া বিএনপির নেতাকর্মীরা আরও কয়েকটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তা পন্ড হয়।

তিশা পরিবহনের চালক মো. সানাউল্লাহ জানান, হঠাৎ তিনজন মোটরসাইকেলে এসে বাসের কাছে থামে। এরপর দুজন গাড়ির ভেতরে ঢুকে আমাকে বলে নামবি নাকি তোকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিবো? ভয়ে আমি বাস থেকে নিচে লাফ দিই। এরপর পেট্রোল ঢেলে বাসের ভেতরে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় আমি ভয়ে দূরে সরে গেলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।

এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন

দুপুর দেড়টার দিকে রাজধানীর শ্যামলীতে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাবতলীর দিক থেকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে শ্যামলী স্কয়ারের উল্টো দিকের সড়কে থেমে থাকা পুলিশের গাড়িতে আগুন দেয়। এ সময় তারা কয়েকটি বাস ও প্রাইভেট কার ভাঙচুর করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ করেছে। সকাল থেকেই সাজোয়া যান, জলকামান, কাভার্ড ভ্যানসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে অবস্থান নেয় পুলিশ।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এসএস/আরআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে হঠাৎ আগুন  

ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু, সবাই ঢাকা দক্ষিণ সিটির

‘আমেরিকান ওয়েলনেস সেন্টারে’র কার্যক্রম বন্ধ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর

খালে বর্জ্য ফেললে আইনি ব্যবস্থা: মেয়র আতিক

ড্রেনের মধ্যে বোতল-চিপসের প্যাকেট: নাগরিকদের সচেতন হতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

সবাইকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরদার করবে ডিএনসিসি

২০১৯-এর তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম ছিল: মেয়র তাপস

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

এই বিভাগের সব খবর

শিরোনাম :