ডিএসইতে সূচকের উত্থানে দিন শেষ, তবে কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন কমেছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৯ কোটি ১৯ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩৪০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ পয়েন্টে।
মঙ্গলবার সিএসইতে ১৭০টি প্রতিষ্ঠানের ৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ৩৪টির এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/১আগস্ট/এজে)

মন্তব্য করুন