শেয়ারদর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২৩, ১৬:৪৯

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯১৮ বারে ১৮ লাখ ৩৫ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২৮৮ বারে ৯ লাখ ৬৭ হাজার ৮৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৯ বারে ১৬ লাখ ৬৯ হাজার ৪৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলার ৭.৩৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৯২ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৫.৪৭ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ারদর ৪.৮০ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :